পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়িতে আজ রবিবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দিবসটি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও দোয়া খায়েরের মধ্য দিয়ে পালিত হয়েছে।
সকাল ০৯টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে।
এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, সাংগঠনিক সম্পাদক হারুণ রশিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নিখিল চৌধুরী, পানছড়ি সদর ইউপি ছাত্রলীগের সভাপতি শিমুল সাহা, সাংগঠনিক সম্পাদক অন্তর ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো: পারভেজ আহমেদ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর পূর্বে র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply