সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা দলিল লেখক সমিতির ত্রী-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২১ জানুয়ারী) সকাল ৯ টা হতে বিকেল ৩ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্টিত হয়।
দলিল লেখকদের সরাসরি ভোট প্রয়োগের মাধ্যমে বিভিন্ন পদে নির্বাচিত করা হয়।
তবে সভাপতি সহ কয়েকটি পদে প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিতদের ঘোষনা করা হয়। সভাপতি পদে বর্তমান সভাপতি বশির আহমদ বিনা প্রতিদ্বন্ধিতায় পূনরায় নির্বাচিত হন।
সহ সভাপতি পদে হোসেন আহমদ অলিউর রহমান ২৪ ভোট পেয়ে বিজয়ী হন।তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি বশির মিয়া পেয়েছেন ১১ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ হাসির আলী ১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আফাজ উদ্দিন পেয়েছেন ১৬ ভোট।
যুগ্ম সম্পাদক পদে, মানবাধিকারকর্মী নজমুল ইসলাম চৌধুরী ২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি দুলাল মিয়া পেয়েছেন ১২ ভোট। অর্থ সম্পাদক পদে শাহজাহান মিয়া ২২ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী জুহেল মিয়া পেয়েছেন ১৩ ভোট।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন দলিল লেখক ও ব্যবসায়ী মোঃ আবু মিয়া, দপ্তর সম্পাদক পদে অনন্ত দাস, কার্যকরী সদস্য পদে ছালিক মিয়া ও রনি মিয়া।
নির্বাচনে দায়িত্বরত প্রধান নির্বাচন কমিশনার সুনামগঞ্জ জেলা দলিল লেখক সমিতি ও সিলেট বিভাগীয় দলিল লেখক সমিতির সভাপতি প্রদীপ পাল নিতাই আনুষ্টানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন।
এসময় সহকারী নির্বাচন কমিশনার, সুনামগঞ্জ জেলা দলিল লেখক সমিতির ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক জগন্নাথপুরের দলিল লেখক আবুল ফজল, সহকারি নির্বাচন কমিশনার, দলিল লেখক কমর উদ্দিন সহ বিভিন্ন শ্রেণী- পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
সহকারি নির্বাচন কমিশনাররা জানান,
নির্বাচনে মোট ভোটার ৩৬ জন।
এর মধ্যে ভোট প্রয়োগ করেছেন ৩৫জন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় জগন্নাথপুরে দলিল লেখক সমিতির নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে সম্পন্ন হয়েছে।
Leave a Reply