ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে করোনা ভাইরাস রোধে টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।আজ ৭ ফেব্রুয়ারি (রবিবার) সকাল সাড়ে ১০টার দিকে সারাদেশের ন্যায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল কেন্দ্রে পীরগঞ্জ পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা মোঃ ইকরামুল ইক, ডা. ও,প,প, কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায়, সহকারী কমিশনার (ভূমি) মোঃ তরিকুল ইসলাম টিকা নিয়ে কার্যক্রমের উদ্বোধন করেছেন।
ঠাকুরগাঁও জেলার ৫ টি উপজেলার মোট ৬ টি কেন্দ্রে টিকা দেয়া হচ্ছে।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে এসময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মোঃ ইকরামুল হক, পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায়, পীরগঞ্জ, উপজেলা প,প, কর্মকর্তা ডাঃ মো, আব্দুল জব্বার,পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার,(ভূমি) মোঃ তরিকুল ইসলাম, প্রধান সহকারী হিসাব রক্ষক মোঃ মাহিদুল হক, অফিস সহকারী মোঃ মাসুদ এবং অনলাইন, প্রিন্ট, ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
গতকাল শনিবার দুপুর ২:৩০ মিনিট পর্যন্ত টিকা নেয়ার জন্য সারাদেশে তিন লাখ ২৮ হাজার ১৩ জনের নাম নিবন্ধন করেন।
ডাঃ আব্দুল জব্বার বলেন টিকা দেয়ার ৩০ মিনিট পর অবজারভেশনে রাখতে হয়, সেই ব্যবস্থাও আমাদের আছে। প্রস্তুতির ঘাটতি নেই ,,
আমাদের লক্ষ্য রোববার অন্তত ১০০ জনকে টিকা দেয়া।
Leave a Reply