মহামারী করোনা প্রতিরোধক টিকা দান কার্যক্রমের ধারাবাহিকতায় আজ ৭ ফেব্রুয়ারী,২০২১ (রবিবার) প্রথম দেশব্যাপী জনসাধারণের জন্য উন্মুক্ত টিকাদান কর্মসূচি শুরু হয়েছে সারা বাংলাদেশে।
এর পূর্বে গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী কুর্মিটোলা জেনারেল হাসপাতালে উক্ত টিকাদানের প্রথম আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেছিলেন। উক্ত উদ্বোধনীর মাধ্যমে যারা টিকা নিয়েছিল তাদের কোন সমস্যা হয়নি বলে জানা যায়।
তাই উক্ত টিকা দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে আজ ৭ ফেব্রুয়ারী থেকে শুরু হয়েছে দেশব্যাপী টিকাদান কার্যক্রম।
তারই ধারাবাহিকতায় গোপালগঞ্জ সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ আজ সকাল ৯ টায় টিকাদনের উদ্বোধনী অনুষ্ঠান এর মাধ্যমে টিকাদান কার্যক্রম শুরু করে।
উক্ত অনুষ্ঠানে গোপালগঞ্জের স্বনামধন্য মেডিকেল অফিসার সহ আরো বিভিন্ন গোন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে স্মরণ করে আনুষ্ঠানিকভাবে তারা টিকাদান কার্যক্রম শুরু করেন।
এই টিকা গ্রহণের জন্য যারা অনলাইনে সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছিলো তাদের মধ্য থেকে যারা টিকার জন্য মনোনীত হয়েছেন শুধু তাদেরকেই এই টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ পর্যন্ত পাওয়া তথ্যমতে ১৫০ জনের নামের লিস্ট তাদের কাছে এসেছে।
এই উপলক্ষে গোপালগঞ্জ সদর হাসপাতালে সহজে টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য ৫টি বুথ ও কয়েকটা মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া সেখানে সেচ্ছাসেবী হিসাবে কাজ করছে রেড ক্রিসেন্ট দলের সদস্য বৃন্দ।
টিকাদানের পর টিকাগ্রহনকারীদের আলাদা কক্ষে নিয়ে যাওয়া হচ্ছে তাদের বাড়তি পরিচর্যার জন্য যাতে কোন রোগী শারীরিক বা মানসিকভাবে অস্বস্তি অনুভব না করেন।
তাসনিয়া নাওরিন নাদিয়া নামের এক সেচ্ছাসেবীর সঙ্গে কথা বলে জানা যায় টিকা গ্রহনকারীদের বেশিরভাগই ডক্টর ও নার্স। যারা টিকা নিতে আসছে তাদের মধ্যে কোন ভয় কাজ করছে না। তারা স্বতঃস্ফুর্তভাবে হাসি খুশিতেই টিকা গ্রহন করছে।
Leave a Reply