আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) শিক্ষার্থীদের উপর নৃশংস হামলার প্রতিবাদে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারন শিক্ষার্থীবৃন্দ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে মানববন্ধন পালন করা হয়েছে ।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন,শিক্ষা জাতির মেরুদন্ড এবং শিক্ষার্থীরা জাতির হৃদপিন্ড। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভবিষ্যৎ জাতির কর্ণধার। একটা জাতিকে পিছিয়ে দিতে, একটা জাতিকে বিলীন করে দিতে কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করেছে তা আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) দেখেছি।
তারা আরও বলেন,বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর এই বর্বর অনাকাঙ্ক্ষিত হামলা ১৯৭১ এর ২৫শে মার্চের কালো রাতের মতো অনেকটাই।” এহেন নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও বরিশাল প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচারের দাবি জানায়।
প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি রাতে বরিশাল নগরীর রূপাতলি হাউজিংয়ে শিক্ষার্থীদের মেসে ববি শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলার চালায় দুর্বৃত্তরা। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছিল। হামলায় গুরুতর আহত শিক্ষার্থীদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এদিকে হামলার ঘটনায় রাত দেড়টা থেকে বরিশাল-কুয়াকাটা সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
Leave a Reply