চলমান করোনা পরিস্থিতিতে কর্মঝুঁকিতে পড়া দরিদ্র পরিবারগুলোর জন্য প্রতিনিয়ত এগিয়ে এসেছে ব্রাক। এরই ধারাবাহিকতায় ফরিদপুর সদর উপজেলার, পৌরসভার ১৮ নং ওয়ার্ডে হতদরিদ্র প্রায় ৩৮৫ টি পরিবারের মাঝে নতুন পোশাক বিতরণ করেছে ব্রাক।
আজ বৃহস্পতিবার (১৮’ই মার্চ) ফরিদপুর সদর উপজেলার, পৌরসভার ১৮ নং ওয়ার্ডে ব্রাকের নিজস্ব সহয়তায় এই উদ্দ্যোগ নেওয়া হয়। ফরিদপুর সদর উপজেলার ভাটিলক্ষিপুরে বিকাল ৫ টার সময়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভার ১৮ নং ওয়ার্ডের নবনির্বাচিত কমিশনার আফসার উদ্দিন মন্ডল। এছাড়াও ব্রাকের এরিয়া ম্যানেজার সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আফসার উদ্দিন মন্ডল ১৮ নং ওয়ার্ডের সকল জনগনের কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছেন। এছাড়াও আগামীতে করোনা ভাইরাসের প্রকোপ যতদিন থাকবে এবং এর পরবর্তী সময়ে পৌরসভার ১৮ নং ওয়ার্ডবাসী সর্বোচ্চ সেবা পাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এরপরেই ওয়ার্ডের হতদরিদ্র পরিবারের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়।
উল্লেখ্য, গতবছর করোনা ভাইরাস শুরুর সময় থেকেই ব্রাক ফরিদপুর পৌরসভার ১৮ নং ওয়ার্ডের অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহযোগীতা এবং একাধিক বার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
Leave a Reply