“তারুণ্যকে নিয়ে পাল্টায় দেশ,২টাকার ক্ষুধা মুক্তির বাংলাদেশ” এ-ই স্লোগান কে সামনে রেখে প্রতিশ্রুতি সেবা উন্নয়ন সংস্থার উদ্যোগে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
বুধবার ( ১৪ এপ্রিল ) বিকেলে ঈশ্বরদী পিয়ারপুর, রেলগেট,ওভারব্রিজ ও ঈশ্বরদী রেলওয়ে জংসনে সংগঠনটির উদ্যোগে প্রায় ৭৫ জন কে ইফতার বিতরণ করা হয়।
ঈশ্বরদীতে বিভিন্ন এলাকায় ইফতার বিতরণের কাজ করছে প্রতিশ্রুতি সেবা উন্নয়নমূলক সংস্থাটি।সংস্থাটি একটি সেবামূলক সংগঠন।সমাজের নিপিড়ীত,অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের ভাগ্য উন্নয়নে কাজ করাই হচ্ছে সংগঠনটির লক্ষ্য। করোনার এই কঠিন সময়ে সংগঠনটির উদ্যোক্তা আসাদুজ্জামান রকিব বলেন, “করোনার এই কঠিন সময়ে গরীব অসহায় মানুষেরা বিপদের মধ্যে আছেন। তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।আমি সমাজের বিত্তবানদের অনুরোধ করবো এই কঠিন সময়ে যে যার জায়গা থেকে এইসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।সংগঠনটির পক্ষ থেকে রমজানের প্রতিটি দিনই গরিব ও অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরন অব্যহত রাখার চেষ্টা করবো।”
উল্লেখ্য,প্রতিশ্রুতি সেবা উন্নয়নমুলক সংস্থাটি দীর্ঘদিন ধরে ঈশ্বরদীতে সুবিধা বঞ্চিত মানুষদের সহযোগিতা করে আসছে।
Leave a Reply