পিরোজপুরে সেহেরীর সময় মোটা চাল ও চিকন চালের ভাত রান্না’কে কেন্দ্র করে ছোট ভাইয়ের দায়ের কোপে খুন হয়েছে বড় ভাই। আজ শুক্রবার ভোর রাতে পিরোজপুর সদর উপজেলার ৬নং শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের মাথাবেড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মাথাবেড়া এলাকার সোবাহান মোল্লা নামের এক ব্যক্তির ৫ জন ছেলের মধ্যে ৪র্থ ছেলের হাতে তৃতীয় ছেলে খুন হয়েছে। আনুমানিক রাত ৩ টা নাগাদ সেহেরী খাওয়ার সময় রান্না করা ভাত’কে কেন্দ্র করে ছোট ভাই মোহাম্মদ আলী বড়ো ভাই কেরামত মোল্লাকে খেজুর গাছ কাটা ‘দা’ দিয়ে ঘার বরাবর আঘাত করলে কেরামত সেই স্থানেই মৃত্যুবরণ করে।
নিহত হেলাল উদ্দিন ওরফে কেরামত মোল্লা (৩৪) সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের মাথাবেড়া এলাকার সোবহান মোল্লার ছেলে। এ ঘটনায় ঘাতক ছোট ভাই মোহাম্মদ আলী (২২)কে পিরোজপুর শহর থেকে সকালে গ্রেপ্তার করেছে পুলিশ।
পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, সেহেরী খাওয়ার সময় মোটা চাল ও চিকন চালের ভাত রান্না কে কেন্দ্র করে দুই ভাইয়ের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই মোহাম্মদ আলী ধারালো দা দিয়ে বড় ভাই হেলাল উদ্দিন ওরফে কেরামত মোল্লা কে কুপিয়ে জখম করলে ঘটনা স্থলেই সে মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি আরো জানান, এ ঘটনার পরে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ছোট ভাই মোহাম্মদ আলীকে পিরোজপুর শহর থেকে গ্রেপ্তার করে এবং এ বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
Leave a Reply