পিরোজপুরে বিভিন্ন অনিয়ম ও দুর্ণীতির অভিযোগে ২ ইউপি চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকৃত ইউপি চেয়ারম্যানরা হলেন জেলার নেছারাবাদ উপজেলার ৫নং জলাবাড়ি ইউপি চেয়ারম্যান আশিষ কুমার বড়াল ও নাজিরপুরের ২নং মালিখালী ইউপি চেয়ারম্যান সুমন মন্ডল মিঠু। তারা উভয়েই আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান ও আসন্ন প্রথম ধাপের (করোনার কারনে বন্ধ হয়ে যাওয়া ) ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মনোনীত প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান উপজেলার ২নং মালিখালী ইউপি চেয়ারম্যান সুমন মন্ডল মিঠুর বরখাস্তের তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় এ সংক্রান্ত একটি চিঠি ই-মেইেলের মাধ্যমে পেয়েছেন।
স্থাণীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থাণীয় সরকার বিভাগের উপসচিব মো. আবু জাফর স্বাক্ষরিত ওই চিঠিতে জানা গেছে মুজিববর্ষ উপলক্ষে সরকার কর্তৃক অসহায়দের জন্য দেয়া বিনামূল্যে বিতরনকৃত ঘর প্রদানের বিনিময় অর্থ গ্রহন, সরকারী টিউবওয়েল প্রদানের বিনিময় নগদ অর্থ গ্রহন, ভিজিডি’র উপকার ভোগী বাছাইয়ের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ স্থাণীয় তদন্তে সত্য প্রমানিত হওয়ায় জনস্বার্থে স্থাণীয় সরকার জেলার নাজিরপুরের ২নং মালিখালী ইউপি চেয়ারম্যান সুমন মন্ডল মিঠুকে সাময়িক বরখাস্ত করেন।
জানা গেছে, সম্প্রতি ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধান মন্ত্রী কর্তৃক বিনামূল্যে ঘর প্রদানের বিনিময় উৎকোচ গ্রহন, গভীর নলকুপ প্রদানের বিনিময়, ভিজিডি সহ বিভিন্ন সরকারী অনুদান প্রদানে উৎকোচ গ্রহনের অভিযোগে স্থাণীয়রা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ প্রদান করে। এ ছাড়া তার বিরুদ্ধে প্রধান মন্ত্রী ও তার পরিবারের বিভিন্ন সদস্যদের নাম ভাঙ্গিয়ে আর্থিক সহ বিভিন্ন সুবিধা গ্রহনের অভিযোগ রয়েছে।
এ ছাড়া জেলার নেছারাবাদ উপজেলার ৫নং জলাবাড়ি ইউপি চেয়ারম্যান আমিষ কুমার বড়ালের বিরুদ্ধে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত ৩৭ বস্তা চাল আত্মসতের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রশাসক আবু আলী মোহাম্মাদ সাজ্জাদ হোসেন ওই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের চিঠি আজ বুধবার(২৮এপ্রিল) ই-মোইলের মাধ্যমে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।
সাময়িক বরখাস্তকৃত ওই ২ ইউপি চেয়ারম্যানদের সাথে মুঠো ফোনে কথা হলে মালিখালী ইউপি চেয়ারম্যান সুমন মন্ডল মিঠু এ ব্যাপারে কিছুই জানেন না। আর জলাবাড়ি ইউপি চেয়ারম্যান আশিষ কুমার বড়াল এ বিষয়ে মৌখিক ভাবে শুনেছেন। তবে তারা উভয়েই এর বিরুদ্ধে আইনী লড়াই করবেন বলে জানান।
Leave a Reply