পটুয়াখালী জেলার দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে নিজ জামাই জামাল হোসেন (৩৫) এর হাতে শ্বাশুড়ি মোমেলা খাতুন (৫৫) খুন হয়েছে।
গতকাল দিনগত রাত আনুমানিক ২ ঘটিকায় এ ঘটনা ঘটে। মোমেলা খাতুনের স্বামী কাঞ্চন গাজী জানান রাত আনুমানিক ১২ টার সময় তার স্ত্রী’ র সাথে বাকবিতন্ডা হলে আমি থামাতে গেলে আমাকে কিল ঘুসি মারলে আমি বাইরে নেমে ছেলের ঘরে যাই। কিছুক্ষণ পরে চিৎকার শুনে জানালা দিয়ে দেখি আমার স্ত্রীকে এলোপাতাড়ি কোপাচ্ছে। এতে তাঁর হাত,পা এবং গলায় গুরুতর জখম হয়। গুরুতর জখম অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিেকলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক জামাল হোসেনের পিতার নাম আঃ রহিম, গ্রাম- ধনাইয়া,পোঃ আশ্রাবপুর,উপজেলা – কচুয়া,জেলা- চাঁদপুর। ঘটনা ঘটিয়ে ঘাতক পালিয়ে যায়। দুমকী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Leave a Reply