ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধা ও ভুয়া বীরাঙ্গনা তালিকাভূক্তির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুন) সকালে উপজেলার পৌর শহরের পূর্ব চৌরাস্তায় বঙ্গবন্ধু ম্যুরালের সামনে পীরগঞ্জ পাঠচক্র’র ব্যানারে এ আয়োজন করা হয়।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে পাঠচক্রের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শামিমুজ্জামান জুয়েল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক প্রমুখ।
উক্ত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন পীরগঞ্জ উপজেলা সহ সারাদেশের প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করে ভুয়া মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকাভূক্তির অপচেষ্টা কারীদের আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়।
Leave a Reply