আজ ৭ জুলাই ২০২১ এর প্রথম প্রহরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাঈদা নাসরীন বাবলী সবাইকে কাঁদিয়ে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন ।) তিনি স্কায়ার হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্হায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো, ইমদাদুল হক ও ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন । জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তাদের প্রিয় সহকর্মীর এই অকালে চলে যাওয়াতে গভীর ভাবে শোকাহত। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ নূরে আলম আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম।তারা বলেন ” মহান আল্লাহ পাক যেন পরিবারের সকল সদস্যদের এই শোক সহ্য করার তৌফিক দান করেন । আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা তিনি যেন বাবলির একমাত্র শিশু সন্তান বর্ণভকে হেফাজত করেন।”
Leave a Reply