পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সম্মান প্রথম বর্ষের ছাত্রী শারমিন সুলতানা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার সকালে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহী….. রাজিউন ) । পাবিপ্রবি’র বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান এবং কলা অনুষদের সাবেক ডিন ড.এম আব্দুল আলীম এই তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া শিক্ষার্থীর বাড়ি পাবনা পৌর শহরের কলাবাগান মহল্লায়। জানা যায় , ১৩ জুলাই সকালে আট মাসের গর্ভবতী অবস্থায় করোনা উপসর্গ নিয়ে পাবনা সদর হাসপাতালে ভর্তির জন্য যান। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার্ড করেন।
ঢাকায় বিভিন্ন সরকারি হাসপাতালে আইসিইউ খুঁজে না পেয়ে তাকে রাজারবাগের প্রশান্তি ক্লিনিকে আইসিইউতে ভর্তির করানো হয়। পরে , স্ত্রীরোগ বিশেষজ্ঞরা ১৫ জুলাই তার ডেলিভারি করানোর সিদ্ধান্ত নিলে শারমিন জমজ কন্যা সন্তানের জন্ম দেয়। এরপর শারমিনের শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক হওয়াতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয় এবং শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
এদিকে, শারমিনের মৃত্যুতে পাবিপ্রবির শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শারমিনের আত্মার মাগফেরাত কামনা করে এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা।
Leave a Reply