পিরোজপুর জেলা ছাত্রলীগের আওতাধীন মঠবাড়ীয়া উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করায় মঠবাড়ীয়া উপজেলা ছাত্রলীগের পদ প্রত্যাশী সহ সকল নেতা ও কর্মী আনন্দ উল্লাস বিরাজ করেছে। পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গতকাল ৩১ শে জুলাই এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মঠবাড়ীয়া উপজেলা ছাত্রলীগের মেয়াদ উর্ত্তীন্ন কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। উল্লেখ্য যে মঠবাড়ীয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই বিবাহিত ও সন্তানের বাবা এবং মঠবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ দিয়েছেন। বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী কোন বিবাহিত ছাত্রলীগের পদে থাকতে পারবে না। এছাড়াও মঠবাড়ীয়া উপজেলা যুবলীগের সভাপতির উপর হামলা চালায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এ বিষয় থানায় মামলা হয়। এ বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক বলেন মেয়াদ উর্ত্তীন্ন, নিস্ক্রিয় ও বিভিন্ন অভিযোগ থাকার কারনে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিলুপ্ত ঘোষণা করায় মঠবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কে ধন্যবাদ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেয়।
Leave a Reply