বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৩১ শে মার্চ ) বেলা সাড়ে ১১টায় মার্কেটিং বিভাগের ক্লাস রুমে ওরিয়েন্টেশন অনুষ্ঠান শুরু হয়। এতে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক তাপস বালা’র সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক আল-আমিন,আয়েশা আকতার,ইসরাত জাহান দিনা।
এ সময় বিভাগের শিক্ষকবৃন্দ নবীন শিক্ষার্থীদের ৫৫ একরের সবুজ চত্বরে স্বাগত জানান। স্বাগত জানান মার্কেটিং বিভাগে।
এরপর বিকালে মার্কেটিং বিভাগের আয়োজনে ক্রিড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।এছাড়া নবীনদের বরণ করে নিতে ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে আগামীকাল বিভাগটির আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান “মার্কেটিং কার্নিভাল”।
Leave a Reply