বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৩১ শে মার্চ ) বেলা ১২ টায় একাডেমিক ভবনের ৫ তলায় পরিসংখ্যান বিভাগের শ্রেণি কক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠান শুরু হয়। এতে পরিসংখ্যান বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. নিশীথ কুমার, সহকারী অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন, সহকারী অধ্যাপক এস. এম নাসিম আজাদ, সহকারী অধ্যাপক বিপ্লব বিশ্বাস, সহকারী অধ্যাপক সাবরিনা রহমান, সহকারী অধ্যাপক মোঃ জাহিদ হাসান, সহকারী অধ্যাপক ড. মোঃ মতিউর রহমান, সহকারী অধ্যাপক ড. রেহানা পারভিন, সহকারী অধ্যাপক কাকলী খাতুন, সহকারী অধ্যাপক ফাতেমা খায়রুন্নেছা।
শিক্ষকবৃন্দ নবীনদের উদ্দেশ্যে বলেন, আমরা সবাই মিলে একটা পরিবার। আমরা চাই আমাদের এই বিভাগ থেকে শিক্ষার্থীরা ভালো কিছু করে এই বিশ্ববিদ্যালয় এবং দেশের মুখ উজ্জ্বল করবে। তাদের জন্য আমাদের পক্ষ থেকে সব সময় শুভকামনা থাকবে।
এ সময় ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিকৃত স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে ক্যাম্পাসে নবীনদের বরণ করে নেন।
Leave a Reply