কক্সবাজারের চকরিয়ার সাহারবিলে র্যাব ১৫র’ অভিযান চালিয়ে ১৯ হাজার ৮০০ ইয়াবা পিচ ইয়াবা ও ২টি দা ১টি ছোরাসহ সাহারবিল ইউপির প্যানেল চেয়ারম্যান আজিজুল হাকিম প্রকাশ সোনা মিয়া ও তার ছেলে রাহামতুল্লাহকে গ্রেফতার করেছে। শুক্রবার র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চকরিয়া উপজেলারন ১২নং সাহারবিল ইউপিস্থ উমখালী রামপুর সাকিনের জনৈক আজিজুল হাকিম এর বসতঘরে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে মজুদ রেখেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি দল শুক্রবার ৮ এপ্রিল ভোর সোয়া ৫ উক্ত স্থানে পৌঁছে আজিজুল হাকিম (৫০) ও তার পুত্র রহমত উল্যাহ (২৪)কে ধরে ফেলে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাদের বসতঘর তল্লাশী করে খাটের নিচ হতে ১৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট,২টি রামদা ও ১টি ছোরা উদ্ধার করা হয়। র্যাব-১৫ আরও জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
Leave a Reply