পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে আজ শনিবার ১৬/০৪/২০২২ তারিখে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন পরিবারের উদ্যোগে ইফতার ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রসায়ন বিভাগের সকল শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে উক্ত ইফতার ও দোয়া মাহফিল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিল্ডিংয়ের গ্যালারি-২ তে অনুষ্ঠিত হয়।
রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. ফারুক আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রতন কুমার পাল, সহকারী অধ্যাপক মো. হুমায়ুন কবীর, প্রভাষক রাসেল আহমেদসহ অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ রেদোয়ান আহম্মেদ, গনিত বিভাগের সহযোগী অধ্যাপক নূরে আলম, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাফিজুর রহমান, প্রভাষক নাসির হোসেন, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক সাহাজাদা মিয়া, বিভাগের সেকশন অফিসার অলিউল্লা। ইফতার মাহফিলে পবিত্র কুরআন তেলয়াত করেন বিভাগের ১ম ব্যাচের ছাত্র শাহ আলম, সবশেষে দোয়া পরিচালনা করেন সহকারী রেজিস্ট্রার আব্দুল মজিদ। ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী।
ইফতার মাহফিলের আগ মুহূর্তে নিজের সংক্ষিপ্ত বক্তব্যে রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রতন কুমার পাল বলেন, ” প্রথমেই আমি আজকের এই ইফতার আয়োজনের প্রশংসা করছি। আমরা শিক্ষকরা যত দ্রুত সম্ভব বিভাগের বিভিন্ন সেশনের শিক্ষার্থীদের সেশনজট কমিয়ে আনার চেষ্টা করবো এবং শিক্ষার্থীরা যেন শিক্ষাজীবন শেষ করে দ্রুত কর্মস্থলে প্রবেশ করতে পারে সেই দিকটায় আমরা বিশেষ নজর দিবো। ”
রসায়ন সমিতির সাধারণ সম্পাদক ও রসায়ন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী আলিউল ইসলাম বলেন- ” আমরা রসায়ন বিভাগ একটি পরিবারের মতো। আমাদের শিক্ষকরা অত্যন্ত আন্তরিক যার ফলস্বরুপ আজ আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই ইফতার মাহফিল আয়োজন করতে পেরেছি। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই ছোটভাইদের তাদের সকাল থেকে অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা ইফতার মাহফিলটা সুন্দর ভাবে অনুষ্ঠিত করতে পারছি “
Leave a Reply