বিবেক-দংশন
নাজমুল হুদা শিথিল
এই সংকীর্ণ জীবনের অতৃপ্ত আবদার
মনে হয় আমি ডুবেছি গভীর অন্ধকারে,
নয়নে কি এক মায়া একেছি অপরূপ
সর্গীও আনন্দে আত্মহারা আছি অনাহারে।
কঠিন সুখের পরম আদর আকাঙ্ক্ষা
ভুলে গেছি অন্তিম লগ্নের ইতিহাস
আমি কি খুবই অক্ষীণ?কেনো এতো
মজেছি মায়ায় কেনো এতো বিলাস?
যত ভ্রম তার প্রায়শ জৈবিক যন্ত্রণায়
কুলোসিত হয়ে গেছে হৃদয় অগম,
তাড়াহুড়া মনে খুঁজি অন্তরঙ্গ সম্পর্ক,
তৃপ্তির স্পর্শ,অপ্রমেয় সঙ্গী সঙ্গম।
তিলকিত কলঙ্ককে ভয় পায় না
অধর্ম কার্যে কত প্রহরণ আমি,
খেয়াল করিনি অভিশপ্তের কুমন্ত্রণায়
লিপ্ত আত্তা এখন প্রভুর কাছে ও আসামি।
স্রষ্টার অপার মহিমা ভাবাই না আমাকে
বিধেনা অন্তরে কখনও শেষের পরিণাম,
শেষ নিশ্বাস ত্যাগ এ বিলুপ্ত আমার ধরাধাম।
Leave a Reply