আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি, যুবদল ও মহিলা দলের কটূক্তি ও হত্যার হুমকি এবং বিএনপি জামায়াত কর্তৃক সারাদেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পানছড়ি উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (৪ জুন) বিকাল ০৫টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পানছড়ির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা স্কয়ারে এসে সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শ্রীকান্ত দেব মানিক এর সঞ্চালনায় ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মোমিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু বিজয় কুমার দেব, সহ সভাপতি জয়নাথ দেব, দপ্তর সম্পাদক নিখিল চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নাজির হোসেন ও উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মোঃ নাছির।
বক্তারা প্রতিবাদ সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপির কটুক্তির প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন। সমাবেশ থেকে বক্তারা বিএনপির নেতা-কর্মীদের প্রতি হুশিয়ারী উচ্চারন করে বলেন- বিএনপি নেতা-কর্মীদের নানা মিথ্যাচার, প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি কোন ভাবেই মেনে নেয়া হবে না। সারাদেশের ন্যায় পানছড়িতে যদি বিএনপির কোন নেতা-কর্মী নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে তাহলে বিএনপিকে প্রতিহত করতে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত আছেন বলেও বক্তব্যে উল্লেখ করেন তারা।
এসময়- উপজেলা মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মৎস্যজীবী লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন ওয়ার্ডের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply