ঢাকার প্রাণকেন্দ্রে,বুড়িগঙ্গার তীরে দেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান গুলোর একটি সলিমুল্লাহ মেডিকেল। কতৃপক্ষ সূত্রে জানা যায়,আজ সকাল থেকে শিক্ষাথীরা ক্যম্পাসে অবস্থান নেয়,এবং নিজেদের দাবীদাওয়া তুলে ধরা শুরু করে।
শিক্ষার্থীদের বরাত দিয়ে জানা যায়,এক শিক্ষার্থী বলেন- বিগত 2 বছর ধরে শিক্ষার্থীদের হলে পানি, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থা পর্যাপ্ত নেই।
ক্লাসরুমে ভেন্টিলেশনের ব্যবস্থা নেই।
আরেকজন বলেন- হলের জন্য যা বাজেট বরাদ্দ আসে টা দুর্নীতিবাজ প্রশাসন লুটপাট করে খায়। আজ দাবি আদায়ে সবাই এক হলে আমাদের ফেলের হুমকি এমনকি মৃত্যুর হুমকিও দেয়া হয়।
এমতাবস্থায় যথাযোগ্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সহায়তা চাচ্ছি।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সকল শিক্ষার্থীর এটাই এখন দাবি।
পরবর্তীতে,অধ্যক্ষ বিক্ষোভরত শিক্ষার্থীদের, আন্দোলনের মুখে বেরিয়ে আসেন এবং নানামুখী উন্নয়নের আশ্বাস দিয়ে শান্ত করার চেস্টা করেন,এবং তাদের ১১ দফা দাবী পুরনের জন্য তাদের আস্বস্ত করেন!
Leave a Reply