বাংলায় যোগের জগৎ এ ডাক্তার কামরুল ইসলাম
মনার নাম অতি সুপরিচিত। তিনি নিরলসভাবে
দেশের মানুষ কে যোগ ব্যায়ামে আসক্ত করতে
দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে চলেছেন। ডাঃ
মনা ইয়োগা ওয়ার্ল্ড এর আয়োজনে ভেড়ামারা
উপজেলা অডিটোরিয়াম হল রুমে আলোচনা সভা ও
যোগের ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার, প্রতিষ্ঠাতা
চেয়ারম্যান ও প্রধান প্রশিক্ষক ডাঃ কামরুল ইসলাম
মনা। প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন মিম,মেধা,ফিরোজা। এছাড়াও উপস্থিত ছিলেন বার্ড এনজিও চেয়ারম্যান জুয়েল, সাফ এনজিও আব্দুর রাজ্জাক প্রমুখ। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান প্রশিক্ষক ডাঃ কামরুল ইসলাম বলেন, দূর্যোগ মুক্ত, হানাহানি মুক্ত, করোনামুক্ত
পৃথিবীতে হাসতে চাই প্রাণ খুলে। এবারের
প্রতিপাদ্য বিষয় হল ” মানবতার জন্য যোগ” যোগ
হলো এক জীবন দর্শন, যোগ হলো এক জীবন
পদ্ধতি, যোগ হলো জীবনের সংকল্পনা। যোগ শুধুমাত্র এক বিকল্প চিকিৎসা পদ্ধতি ই নয়, বরং যোগের প্রয়োগ পরিণামের ওপর আধারিত এক প্রমাণ যা ব্যাধিকে নির্মূল করে। শুধু শরীরেরই নয় সমস্ত মানসিক রোগের ও চিকিৎসা শাস্ত্র। যেখানে মেডিকেল সায়েন্স ফেল সেখানে ব্যাধিমুক্ত যোগই একমাত্র ভরসা। যোগ এলোপ্যাথির মতো কোন লাক্ষণিক চিকিৎসা নয়, বরং রোগের মূল
কারণকে নির্মূল করে আমাদের শরীরকে সুস্থ রাখে।
সকল প্রকার রোগ নিরাময়ের জন্য যোগই একমাত্র উপায়।
মেদ,ডায়াবেটিস,থাইরয়েড, হাইপার, টেনশন,হার্টব্লক, নার্ভাস সিস্টেম, এ্যাজমা,মাইগ্রেন,যৌন,পলিপাস,হেপাটাইটিস- বি,মানসিক সমস্যা সহ সকল রোগ থেকে মুক্তি পাওয়া যায়।
Leave a Reply