আজ রোজ শনিবার সকাল ১১ঃ৩০ মিনিটে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজনে উক্ত আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত আনন্দ মিছিল পাবিপ্রবির প্রধান ফটক থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ওয়াজেদ মিয়া ভবনের সামনে গিয়ে শেষ হয়।
এসময় পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদ কামাল তুহিন, লিংকন হোসেন, সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ রাসেল, হামিদুর রহমান শামীম, শাহেদ জামিল হীরা, সাবেক সাংগঠনিক সম্পাদক মফিদুল ইসলাম, সাবেক উপ প্রচার সম্পাদক মোঃ সালমান খান, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃরাফাত বিন শোভন, ভূ–তত্ত্ব অনুষদে সাধারণ সম্পাদক মোঃ রিফাত হোসেন সহ পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সকল স্তরের নেতৃবৃন্দ।
এসময় পাবিপ্রবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, “পদ্মা সেতু -জননেত্রীর শক্তি,সাহস আর প্রজ্ঞার প্রতীক। বাংলার মানুষের গৌরবের প্রতীক। ঠাট্টা, তামাশা করা লোকজনের অভাব নাই,কিন্তু সাহস নিয়ে বিশ্বের বুকে ইতিহাস লিখে দেখালেন আমাদের দেশরত্ন, জতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশী-বিদেশী চক্রান্ত আর প্রপাগান্ডার পাহাড় ঠেলে মাথা তুলে দাঁড়িয়েছে দক্ষিণের জনগণের স্পন্দনবিধৌত বাঙালি জাতির স্বপ্নের পদ্মা সেতু। সক্ষমতায় অর্জিত সফলতার এমন মহাকাব্য শুধু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব। আজ শত বাধা পেরিয়ে স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্ভোদন। বাংলাদেশ যতদিন রবে, ততদিন ইতিহাসে পাতায় অমর হয়ে থাকবে এই স্বপ্নের পদ্মা সেতু।
Leave a Reply