গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) পাবনা জেলা ছাত্র কল্যান সমিতির ২০২২-২৩ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
আজ সোমবার ( ২৭ জুন ) সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে হিসাব ও তথ্য ব্যবস্থনা বিভাগের চতুর্থ বিভাগের শিক্ষার্থী জয়-ই মামুনকে সভাপতি এবং আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরিয়ান অভ্রকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে।
উক্ত কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন, কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ গোলাম ফেরদৌস এবং উপদেষ্টা হিসেবে রয়েছেন ড. মোঃ নুরুন্নবী সহযোগী অধ্যাপক এসিসিই বিভাগ, কাকলী খাতুন সহকারী অধ্যাপক পরিসংখ্যান বিভাগ, মোঃ হাসেম রেজা সহকারী অধ্যাপক লোকপ্রশাসন বিভাগ, ফারজানা রহমান সহকারী অধ্যাপক কৃষি বিভাগ, জাহিদ বিন হায়দার সহকারী অধ্যাপক এসিসিই বিভাগ। সদস্য উপদেষ্টা হিসেবে আছেন, মোঃ রবিউল করিম সাবেক শিক্ষার্থী , ইইই বিভাগ মোহাম্মদ আলী খান , সাবেক শিক্ষার্থী , পরিসংখান বিভাগ । নাফিস এহতেশাম আওন সাবেক শিক্ষার্থী সিএসই বিভাগ । আমিনুল ইসলাম সোহাগ সাবেক শিক্ষার্থী , আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতিঃ আব্দুল্লাহ আল আশিক (ম্যানেজমেন্ট), মো: সোহেল রানা সানি (সিএসই), মেহেদী হাসান শিমুল (পরিসংখ্যান), রাশেদুল হাসান রাহুল (এগ্রিকালচার), মোঃ রিয়াজ আহমেদ (আইন) মেহেদী হাসান সোহান ( ইইই)। যুগ্ম সাধারণ সম্পাদক: রাকিব চৌধুরী (সিভিল), রিজাতউল্লাহ খান (আইন), আফরোজা বর্না (আই আর), তামিম আল সোহাগ (রাষ্ট্রবিজ্ঞান), মেহেদী হাসান তিতো (এফ ই ), রাহিম আমিন (এল ভি এম), এম এম এ কাদের আবরার (মার্কেটিং)। সাংগঠনিক সম্পাদকঃ মোঃ রাশেদ (এলভিএম), এস এম মানিক (রাষ্ট্রবিজ্ঞান), কারিয়া আলম মিমছা (আই আর), ওমর ফারুক (বি এম বি), মোঃশিমুল সর্দার (রাষ্ট্রবিজ্ঞান), সাকিব আহমেদ (এগ্রিকালচার), শাহীন হোসাইন (ইতিহাস)। প্রচার সম্পাদকঃ সাব্বির হোসেন ( রাষ্ট্রবিজ্ঞান), দপ্তর সম্পাদকঃ মোঃ রহমত উল্লাহ (পদার্থ), অর্থ সম্পাদকঃ সিহাব হোসাইন আবির (সিএসই) ক্রীড়া সম্পাদকঃ রবিউল ইসলাম (রাষ্ট্রবিজ্ঞান)। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকঃ হ্রদয় শর্মা (ই এস ডি), অনুষ্ঠান ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদকঃ শ্রাবণী আলমগীর (এগ্রিকালচার), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃ হাসিব হিজল (রাষ্ট্রবিজ্ঞান), সংস্কৃতি বিষয়ক সম্পাদকঃ নিশাত নীরা (রাষ্ট্রবিজ্ঞান), সহ সম্পাদকঃ টুটুল হোসাইন (লোকপ্রশাসন), শিমলা খাতুন (রাষ্ট্রবিজ্ঞান), নাঈম সাব্বির (বিএমবি), সুরাইয়া আফরিন সুইটি (রাষ্ট্রবিজ্ঞান), আবরার হোসাইন ( আইন), শারমিন সুলতানা (লোকপ্রশাসন), আসিফ আব্দুল্লাহ ( অর্থনীতি), রিমন রিয়াদ (বিএমবি)।
Leave a Reply