কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বিলশুকা গ্রামের দানেজ আলী গত বছরের ডিসেম্বর মাসে সন্ত্রাসী হামলায় নিহত হন। মামলার বাদী পক্ষ দাবি করছেন, মামলা তুলে নেয়ার জন্য আসামী পক্ষের লোকজন তাদেরকে ব্যাপক হুমকি ধামকি দিচ্ছে। এমতাবস্থায়, আজ মঙ্গলবার বিকেল ০৫.০০ ঘটিকার সময় ভেড়ামারাস্থ সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নিহত দানেজ আলীর কন্যা বৃষ্টি খাতুন লিখিত বক্তব্য পাঠ করেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সাংবাদিক সম্মেলনে প্রদত্ত বক্তব্যে তিনি বলেন, আমার পিতাকে হত্যা মামলার আসামীরা জামিন পেয়ে এলাকায় এসে আমাদের পরিবারের সদস্যদেরকে ভয়-ভীতি দেখাচ্ছে এবং মেরে ফেলার হুমকি দিচ্ছে। এই অবস্থায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনে দানেজ হত্যা মামলাকে ভিন্নখাতে নিয়ে যাওয়ার অপচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, আসামীরা আমার বাবাকে মেরে ফেলে উল্টো আবার আমাদের বিরুদ্ধেই বিভিন্ন ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে। এই সকল অপপ্রচারের বিরুদ্ধে প্রমাণ হিসেবে সাংবাদিকদের সামনে কিছু ছবি উপস্থাপন করা হয়। যাতে দেখা যায় যে, আসামী পক্ষের বাড়ি-ঘরের মালামাল তারা স্বেচ্ছায় এবং নিজেরাই সরিয়ে নিয়েছে। এজন্য নিহত দানেজ আলীর পরিবারকে দায়ী করা উদ্দেশ্যপ্রণোদিত।
সংবাদ সম্মেলনে বাস্তুচ্যূত ২২ পরিবারের দুরাবস্থার বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন উত্থাপন করেন।
উল্লেখ্য, গত বছরের ১৭ ই ডিসেম্বর তারিখে এলাকার কতিপয় চিন্হিত সন্ত্রাসী দানেজের উপর হামলা চালিয়ে তাকে মারপিট সহ বিভিন্ন প্রকারের শারীরিক নির্যাতন করে। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৮ই ডিসেম্বর দানেজ মৃত্যুমুখে পতিত হন। দানেজ হত্যাকান্ডের পর থেকে উক্ত এলাকার শান্তি শৃঙ্খলায় বিঘ্ন ঘটে।
Leave a Reply