সারাদেশে একের পর এক শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার(৩০ জুন) বেলা সাড়ে ১১ টায় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. শেখ সুজন আলীর সভাপতিত্ত্বে নজরুল ভাস্কর্যের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তুহিনুর রহমান (তুহিন অবন্ত), সঙ্গীত বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ জাহিদুল কবীর, শিক্ষক সমিতির সাবেক সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়।
মানববন্ধন শেষে একটি মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্তি হয়। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর ।
বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য বলেন, বর্তমানে শিক্ষকদের চরিত্র হনন ও কুলশিত করতে একদল সক্রিয় হয়ে উঠেছে। শিক্ষকদের হেনস্তা করতে পারলেই যেনো সফল তারা। এই ভাবনা থেকে সরে আসতে হবে। শিক্ষকরাই জাতী গঠনে কাজ করে। তাদের প্রতিপক্ষ ভাবার জায়গা নেই। এটি আমাদের সংস্কৃতির উপর আঘাতের সামিল। এই কাজে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে এমন নিন্দনীয় কাজ আর হবে না বলেই মনে করি।
Leave a Reply