ফরিদপুরের ভাঙ্গা থানায় সদ্য যোগদান কারী অফিসার ইনর্চাজ মোঃ জিয়ারুল ইসলাম সোমবার সকালে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় মাধ্যমে ভাঙ্গা থানাকে নিয়ে তার কর্মপরিকল্পনা কথা জানান গণমাধ্যমকে । এসময় তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন এবং আগামীদিনে ভাঙ্গা থানা পুলিশ ও স্থানীয় জনগনের জানমাল রক্ষায় তার পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি বলেন, আমাদের প্রিয় বাংলাদেশে মাদক একটি বড় সমস্যা ও চ্যালেঞ্জ। মাদক বিক্রেতাদের ব্যাপারে গোপনে তথ্য দিতে অনুরোধ করছি। এক্ষেত্রে অবশ্যই আপনার নাম পরিচয় গোপন রাখা হবে।
মাদক বিক্রেতাদের বলছি, আপনারা আপনাদের পেশা ছেড়ে বৈধভাবে জীবিকা নির্বাহ করুণ তা না হলে আপনাদের মূল উৎপাটন করা হবে ইনশাআল্লাহ। মাদক ব্যবসায়ীদের আশ্রয় প্রশ্রয় দাতাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ভাঙ্গা একটি দাঙ্গা প্রবণ এলাকা মানুষের মাঝে সচেতনতা ও তরুণীদের মধ্যে দাঙ্গা বিরোধী মনভাব তৈরি করতে পারলে আগামীদিনে এই থানা দাঙ্গা মুক্ত হবে সেই প্রচেষ্টায় আমরা বিট পুলিশিং এর নানা কার্যক্রম গ্রহণ করেছি।ডিজিটাল প্রতারকদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। সারা দেশের ন্যায় ভাঙ্গায় পুলিশ আমাদের মা বোনদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ তৎপর। যদি কোন বখাটে আমার থানাধীন এলাকার স্কুল কলেজের সামনে নারী শিক্ষার্থীদের উত্তপ্ত করার চেষ্টা করে তাহলে তাদের জন্য রয়েছে চরম পরিনতি। আমি প্রয়োজনে আমার ব্যক্তিগত নাম্বার প্রতিটি প্রতিটি স্কুল কলেজে দিয়ে দিব৷ যে কোন শিক্ষার্থী তাদের সমস্যা ও তাদের সাথে ঘটে যাওয়া অপরাধ নির্দ্বিধায় বলতে পারে।
তিনি ২১শে জুলাই অফিসার ইনর্চাজ হিসাবে যোগদান করে সোমবার (২৫ শে জুলাই) এসব কথা বলেন। তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মাননীয় আইজিপি ড. বেনজির আহমেদ, রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান ও জেলা পুলিশ সুপার আলিমুজ্জামান(বর্তমান পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) তাদের দিক নির্দেশনায় পুলিশের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং প্রথা চালু করেছেন। যা অত্র থানায় চালু আছে এবং চলতে থাকবে। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, ভাঙ্গা থানায় সেবা নিতে আসা কোন মানুষ থেকে মামলা, জিডি, পুলিশ ক্লিয়ারেন্স, পুলিশ ভেরিফিকেশন, পাসপোর্ট সহ যে কোন ধরনের পুলিশ সেবায় কোন টাকা পয়সার লেনদেন হবে না বলে জানান। যদি কোন দালাল বা পুলিশ সদস্য টাকা দাবি করে সে ক্ষেত্রে তাকে জানানোর অনুরোধ করেন। তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ভাবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দেন । তিনি ভাঙ্গা থানাকে দালাল মুক্ত ঘোষনা করছেন।
Leave a Reply