ঝিকরগাছার পল্লীতে বৃষ্টিতে জমে থাকা পানিতে ডুবে সুমাইয়া খাতুন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৩০শে জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার শংকরপুর ইউনিয়নের কুলবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু সুমাইয়া ওই গ্রামের বুলির মেয়ে।
প্রত্যাক্ষদর্শির সূত্রে জানা যায়, সুমাইয়া বাড়ির লোকজনের অগোচরে বৃষ্টিতে জমে থাকা খানার পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ীর সামনে খানায় তাকে ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে শার্শার বাগআঁচড়া একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ক্লিনিকে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে তিনি আরো জানান।
এদিকে শিশু সুমাইয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply