গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতির সাথে আলোচনা ও মতবিনিময় করেছেন অধ্যাপক ড. গোলাম শাহী আলম।
অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া সম্পর্কে শিক্ষক সমিতির সাথে আলোচনা করতে বিশ্ববিদ্যালয়ে আসেন তিনি। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এর প্রফেসর ড. মো: গোলাম শাহী আলম শনিবার (৬ আগস্ট) এ আলোচনায় বসেন।
এর পূর্বে তিনি বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব এর সাথে সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব,বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ড. মোঃ আবু সালেহ,সাবেক সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম, ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক আবুল বাশার রিপন খলিফা,মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আল আমিন, শিক্ষক সমিতির প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, অধ্যাপক ড. গোলাম শাহী আলম এর পূর্বে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। বর্তমানে তিনি অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
Leave a Reply