কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান প্রিন্স এর নামে নারী কেলেংকারীর গন্ধ মুছতে না মুছতেই অর্থ কেলেংকারীর অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায় যে, ডিবিএল ডেইলি বাজার লিমিটেড কোম্পানির নামে পণ্য দেয়ার নাম করে অনেক কে প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিয়েছে টাকা। অনুসন্ধানে জানা যায় ভেড়ামারা স্বর্ন পর্ট্রি সংলগ্ন ডাঃ সুজা উদ্দিন এর বাড়িতে ডিবিএল ডেইলি বাজার লিমিটেড এর নামে একটি অফিস ভাড়া নেয় কিন্তু পৌর ট্রেড লাইসেন্স করে রাজামামা ডটকম এর নামে। ভূয়া এই প্রতিষ্ঠানের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার খবর পাওয়া যায়।
ভুক্তভোগী শেফালী জানান তাকে উক্ত কোম্পানির প্লানিং দেখিয়ে লাভের আশায় বিভিন্ন পার্কে, রেস্টুরেন্টে নিয়ে প্লান দেখানোর একপর্যায়ে প্রিন্স মাস্টার কে ৫০ হাজার টাকা দিলে সে পণ্য না দিয়ে নানা তালবাহানা করে চলেছে এবং টাকা দেওয়ার নামে সময় ক্ষেপন করে চলেছে। এমনকি জমি লিখে দেয়ার আশ্বাস দিয়ে চলেছে। পরে জানতে পারি অফিস ও লাপাত্তা।
শামীম নামে আরেক ভুক্তভোগীর ও একই অভিযোগ। সে আজ সর্বশান্ত হয়ে অসুস্থ হয়ে কিছুদিন হাসপাতালে দিনাতিপাত করেছিল বলে জানা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান প্রিন্স মাস্টার এর কে নাকি উচ্চ পর্যায়ে কর্মরত, তার মাধ্যমে বেশ কয়েকজনকে চাকরি নাকি দিয়েছেন এমন কথা বলে চাকরি দেয়ার প্রলোভন ও দেখায়।
সরেজমিনে ঘুরে আরো অনেক ভুক্তভোগীর খবর পাওয়া গেছে।
Leave a Reply