গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ভিন্ন তিনটি পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ২৪ ঘণ্টার মাঝেই পরিবর্তনও করা হয়েছে একটি নিয়োগ৷ ২৮ সেপ্টেম্বর (বুধবার) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেন ও সেকশন অফিসার মন্টু বাড়ৈ স্বাক্ষরিত পৃথক অফিস আদেশের মাধ্যমে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
লোক প্রশাসন বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগটির সহকারী অধ্যাপক মোঃ নাছির উদ্দিন। পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাশেম রেজা।
গত ২৭ সেপ্টেম্বর কৃষি বিভাগের সভাপতি হিসেবে সহকারী অধ্যাপক ড. জিলহাস আহমেদ জুয়েল কে নিয়োগ করা হলেও পরবর্তীতে উক্ত বিভাগের প্রায় সকল শিক্ষকদের আপত্তির পরিপ্রেক্ষিতে সভাপতি করা হয় সহকারী অধ্যাপক ড. মোঃ নাজমুল হক শাহীন কে।
কৃষি বিভাগের চেয়ারম্যান নিয়োগকে আইনবহির্ভূত দাবি করে উপাচার্য বরাবর বিভাগের ৩ জন ব্যতীত সকল শিক্ষক স্বাক্ষরিত একটি আবেদনের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান নিয়োগের আদেশ পরিবর্তন করা হয়। শিক্ষকরা দাবি করেন চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুসারে জেষ্ঠ্যতা অনুযায়ী নিয়োগ দেওয়া হয় নি৷
Leave a Reply