কক্সবাজারের চকরিয়া উপজেলার দুর্গম এলাকা বমুবিলছড়িতে পাওয়া গেল নিখোঁজ মিনহাজ উদ্দিন (১৫) নামে এক কিশোরের বস্তাবন্দি খন্ডিত লাশ। মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের রিজার্ভ এলাকা থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। নিহত মিনহাজ উদ্দিন বমুবিলছড়ির ইউপির ৪নং ওয়ার্ডের ফোরকান আহমদের ছেলে। বমুবিলছড়ি ইউপির চেয়ারম্যান মনজুরুল কাদের বলেন, নিহত মিনহাজ এক মাস আগে নিখোঁজ হয়েছিল। নিখোঁজের খবরটি আমাকে জানানোর পর থেকে আত্মীয়স্বজন আর আশপাশের এলাকার জঙ্গলে খোঁজাখুঁজি করা হয়েছিল। শতচেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার রাত ১১টার দিকে একই ওয়ার্ডের পূর্বপাশের রিজার্ভ জঙ্গলে লাশ দেখে পথচারীরা একে-অপরকে বলাবলি করেন। তখন নিখোঁজ পরিবারের লোকজন গিয়ে লাশটি দেখে শনাক্ত করেন। পরে আমাকে জানানো হলে বিষয়টি চকরিয়া থানাকে অবহিত করি। রাত ১২টার সময় থানার ওসিসহ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply