আজ সকাল সাড়ে ১০ টায় কুষ্টিয়ার ভেড়ামারা পৌর এলাকায় ভেড়ামারা থানায় অপরাধ দমনে ডিজিটাল নজরদারি বৃদ্ধি ও আইন শৃঙ্খলা রক্ষায় সিসি টিভি ক্যামেরার শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ খায়রুল আলম।
পুলিশ সুপার জনাব মোঃ খায়রুল আলম বলেন ১২ লক্ষ টাকা ব্যয়ে ডি ভি আর মেসিন,২ টা মনিটর,৬৪ট সিসি ক্যামেরা স্হাপন করা হয়। আর্থিক সহায়তা করেন কুষ্টিয়া ২ আসনের মাননীয় সংসদ সদস্য হাসানুল হক ইনু ও পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল। সার্বিক তত্ত্বাবধানে আছে ভেড়ামারা থানা।
এসময়ে উপস্থিত ছিলেন ভেড়ামারা-দৌলতপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জনাব ইয়াছির আরাফাত, ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, ওসি তদন্ত নান্নু খান, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক, পৌর প্যানেল মেয়র নাইমুল হক, পৌর কাউন্সিলর সোলাইমান, খসরুজ্জামান ফারুক, টমা, নজরুল ইসলাম নজু প্রমুখ।
Leave a Reply