পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন HOPE (Helping Other People Everyday) এর কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
আজ ৩০ সেপ্টেম্বর ,শুক্রবার সংগঠনটির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফজলে রাব্বি চৌধুরী দ্বীপ এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মেহেদী হাসান পল্লব স্বাক্ষরিত উক্ত কমিটি অনুমোদন দেওয়া হয়।
HOPE বিশ্ববিদ্যালয়ের তরুন শিক্ষার্থীদের নিয়ে ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠাকালীন সময় থেকে উক্ত সংগঠন বিশ্ববিদ্যালয়ের অসহায়,মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাসহয়তা সহ দেশের দূর্যোগ ও বন্যা কবলিত অঞ্চলে ত্রান এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে।
আগামী ১ বছরের জন্য দায়িত্ব প্রাপ্ত কমিটিতে সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালমান খান এবং সাধারণ সম্পাদক হিসেবে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ শাহ মোহাম্মদ আফতাব উদ্দিন দায়িত্ব পেয়েছেন।
এছাড়াও সহ-সভাপতি,যুগ্ন সাধারণ সম্পাদক সহ ৫ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
উক্ত কমিটির সহ-সভাপতি হলেন এ বি এস সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক আল-জামি জাওয়াদ, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ অনিক।
এসময় HOPE এর নব নির্বাচিত সভাপতি সালমান খান জানান, “পাবিপ্রবিতে HOPE একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী,সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। যারা প্রতি বছর বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম থেকে মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা,গরীব অসহায়দের সহযোগিতা, বর্ন্যাত ও দূর্যোগ কবলিতদের মাঝে ত্রান বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ সেবা মূলক কাজে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। আমরা এই ধারাবাহিকতা আগামীতেও অব্যহত রাখবো এবং উক্ত সংগঠনকে সুসংগঠিত করে এগিয়ে নিয়ে যাবো এই আশাবাদ ব্যক্ত করছি”
এ সময় নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আফতাব উদ্দিন বলেন, -“ আমি HOPE এর সকল উপদেষ্টাগণ,সদ্য বিদায়ী সভাপতি, সম্পাদক সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করার জন্য। বিশ্ববিদ্যালয়ের আমার আসার পর ২০১৭ সাল থেকে অসহায়দের জন্য এই সংগঠনটি কাজ করে যাচ্ছে।আমরা অসহায় মানুষদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য কাজ করে যাবো বিশেষ করে আমরা শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি, গরীব-মেধাবীদের টিউশনির ব্যবস্থা, আর্থিক সহযোগিতা সহ এই ধরনের ছাত্রকল্যাণ সেবামূলক কাজগুলো করে যেতে চেষ্টা করবো এবং আমাদের এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সকলে দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করছি। “
Leave a Reply