আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (ICPC) এশিয়া ঢাকা আঞ্চলিক পর্ব শেষ হয়েছে। যেখানে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল ‘নটস্ট্রংএনাফ’। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৬৫ টি দল অংশগ্রহণ করে। যেখানে ১১তম স্থান অর্জন করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ‘রোবাস্ট’ দল।অনেক লিডিং বিশ্ববিদ্যালয়কে পিছনে রেখে এগিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, আমি প্রথমে আমার বিশ্ববিদ্যালয়ের টিমকে অভিনন্দন জানাই।সাথে সাথে আমরা আশাবাদী বিশ্ববিদ্যালয়ের এ অর্জন সামনে আরো এগিয়ে নিবে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. ইরফান জানান, আমাদের শিক্ষার্থীরা ধীরে ধীরে অনেক এগিয়ে যাচ্ছে।এটি আসলে আমাদের বিভাগের ও বিশ্ববিদ্যালয়ের জন্যে অনেক আনন্দের সংবাদ।আশাকরি সামনে আরো ভালো কিছু হবে।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ কম্পিউটিং প্রতিযোগিতা। বাংলাদেশের ১১৭টি কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে ১,৭৪৫টি দলের অনলাইন প্রাথমিক প্রতিযোগিতা সম্পন্ন হয়। অনলাইন প্রাথমিক প্রতিযোগিতার ভিত্তিতে ১০৪টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১৬৫টি দল চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছিল। বাংলাদেশের ১০৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬৫ জন প্রশিক্ষকের তত্ত্বাবধানে ৪৯৫ জন শিক্ষার্থীর সমন্বয়ে ১৬৫টি দল এই প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
Leave a Reply