শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে যবিপ্রবির ফিজিওথেরাপি বিভাগে দোয়া মাহফিল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে “কুইজ ও আলোচনা সভা” অনুষ্ঠিত  নারী শিক্ষার্থীর থেকে চাঁদা দাবি; কথিত সাংবাদিককে শিক্ষার্থীদের গণধোলাই নোবিপ্রবিতে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ১০১ শিক্ষক-শিক্ষার্থী যবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত জাতীয় ফিজিওথেরাপি কনফারেন্স সফলভাবে সম্পন্ন   নোবিপ্রবির শিক্ষার্থীদের বাসে সন্ত্রাসী হামলা নোবিপ্রবিতে সিজিপিএ ভিত্তিতে ছাত্র পরিষদে মনোনয়ন : শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ নোবিপ্রবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব ১৮ জুন বিয়ের প্রলোভন দেখিয়ে বরখাস্ত নোবিপ্রবি শিক্ষক : ছাত্রীরও শাস্তির দাবি শিক্ষার্থীদের  নোবিপ্রবিতে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন নিয়ম না মানলেও প্রমোশন: নোবিপ্রবির প্রভাষক বিতর্কে প্রশাসন নোবিপ্রবির ১৩ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট লোকদের তথ্য চেয়ে দুদকের চিঠি নোবিপ্রবিতে স্বপ্ন দেখিয়ে অচলাবস্থা, নীরব দর্শক বিএমবি চেয়ারম্যান নোবিপ্রবি উপ-উপাচার্য! পেশাজীবি লীগ নামে নোবিপ্রবিতে আওয়ামী লীগের গোপন তৎপরতা দাবি না মানলে রংপুর অচল করে দেয়ার হুমকি পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঝিনাইগাতী’র নেতৃত্বে হুরায়রা ও শাহীন চকরিয়ার হারবাংয়ে বনের হরিণ শিকার করে জবাই ফিলিস্তিনে ইসরায়েলি হত্যাযজ্ঞ অবিলম্বে বন্ধ করতে হবে: নোবিপ্রবি উপাচার্য পুসাজের আয়োজনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নবীন বরণ ও পুনর্মিলনী অনুষ্ঠিত চকরিয়ায় পুলিশের উপর হামলাসহ একাধিক ডাকাতি; গ্রেপ্তার ৩ আটঘরিয়ায় কোর্টের রায় অমান্য করে দেশীয় অস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা দুই ছাত্রদল নেতার জন্য নিয়মবহির্ভূতভাবে মাস্টার্স চালু করলো নোবিপ্রবি কৃষি বিভাগ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভলিবল খেলা নিয়ে মারামারি : দুদিন বন্ধ একাডেমিক কার্যক্রম  বিজ্ঞান ও প্রযুক্তির টেকসই ব্যবহার নিয়ে ঢাবিতে আন্তর্জাতিক সিম্পোজিয়াম কুয়েটে ছাত্রদলের হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে মশাল মিছিল

কুষ্টিয়ার ভেড়ামারায় ওয়ার্ড আওয়ামী নেতা ইনতাজ শেখ সন্ত্রাসী হামলায় নিহত

মিফতা,কুষ্টিয়া প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৫৩৫ ০০০ বার

কুষ্টিয়ার ভেড়ামারার মহিষাডোরা এলাকার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কে কতিপয় সন্ত্রাসীর হামলায় নিহত হয়েছেন।লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ রবিউল ইসলাম (৫৬), পিতাঃ মৃত সুন্নত শেখ, সাং- মহিষাডোরা, থানাঃ ভেড়ামারা, জেলাঃ কুষ্টিয়া বাদী হয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ নিম্নরূপ – জমাজমি সংক্রান্তের বিরোধের কারনে বিবাদী (১) নাজিম (৫২), (২) সাবোত (৫৪), উভয় পিতাঃ মৃত আলিমউদ্দিন, (৩) সবুজ (২৯), পিতাঃ সাবোত, (৪) ইনসান (৫৪), (৫) ইজামদ্দীন (৪৭), (৬) জলিল (৪০), (৭) করিম (৩৮), সর্বপিতাঃ মৃত গোলাম রসুল, (৮) রাহাজ উদ্দীন (৫৫), পিতাঃ মৃত পঁচা জোয়ার্দ্দার, (৯) ফারুক (৩৪), (১০) রাজিব (৩০), উভয় পিতাঃ রাহাজ উদ্দীন, (১১) আনার (৪৪), পিতাঃ আনজের, (১২) রাকিব (২২), পিতাঃ আনার, (১৩) নাদের জোয়ার্দ্দার (৫৫), পিতাঃ মৃত তৈয়ব জোয়ার্দ্দার, (১৪) শিশির (২৫), পিতাঃ ইজাম উদ্দিন, (১৫) ভাদু ড্রাইভার (৫২), পিতাঃ মৃত মস্তক আলী, (১৬) আরিফ (৩৬), পিতাঃ নাজাত, (১৭) মিজানুর (৩৮), পিতাঃ হায়দার, সর্বসাং- মহিষাডোরা, থানাঃ ভেড়ামারা, জেলাঃ কুষ্টিয়াসহ অজ্ঞাত নামা ৩/৪জন বিবাদী গত ২২/১০/২০২২খ্রিঃ তরিখ রাত্রি আনুমানিক ০৯.২০ ঘটিকার সময় আনজের হাজী সাহেবের মহিষাডোরাস্থ মার্কেটের পেছনে আমার ভাই ইনতাজ (৪৭), পিতাঃ মৃত মুনতাজ, সাং- মহিষাডোরা, থানাঃ ভেড়ামারা, জেলাঃ কুষ্টিয়াকে একাকী পাইয়া বিবাদীগণ হত্যার উদ্দেশ্যে চারিদিক হইতে ঘিরিয়া ধরিয়া অশ্লীল ভাষায় গালিগালাজ সহ খুন জখমের হুমকি দেয়। ইনতাজ গালিগালাজ করিতে নিষেধ করিলে বিবাদী নাজিম হুকুম দিয়া বলে যে, ইনতাজ সালাকে শেষ করে দে। হুকুম পাওয়ার সাথে সাথেই বিবাধী সাবোত তার হাতে থাকা হাতুড়ি দিয়া ইনতাজের মাথার উপর স্বজোরে আঝাত করিয়া গুরুত্বর রক্তাক্ত জখম করে। বিবাদী সবুজ তার হাতে থাকা লোহার রড, ইনসান তার হাতে থাকা কাঠের বাটাম, ইমানউদ্দীন তার হাতে থাকা লাঠি দিয়া ইনতাজের শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়িভাবে আঘাত করিয়া নীলাফোলা জখম করে। ইনতাজকে মারার সময় তাহার ছেলে শাকিল (২২) ঠেকাইতে আগাইয়া আসিলে বিবাদী জলিল তার হাতে থাকা লাঠি, করিম তার হাতে থাকা কাঠের বাটাম, রাহাজ উদ্দীন এর হাতে থাকা ছোট লাঠি দিয়া শাকিলের শরীরের বিভিন্ন জায়াগায় এলোপাতাড়িভাবে আঘাত করিয়া গুরুত্বর নীলাফোলা জখম করে। শাকিলকে মারার সময় শাকিলের ফুফা ইউনুচ (৪৫), পিতাঃ জলিমদ্দিন শেখ, সাং- মহিষাডোরা ঠেকাইতে আগাইয়া আসিলে বিবাদী ফারুক তার হাতে থাকা লাঠি, রাজিব তার হাতে থাকা লোহার হাতুড়ি, আনার তার হাতে থাকা কাঠের বাটাম, রাকিব তার হাতে থাকা হকস্টিক, নাদের জোয়ার্দ্দার তার হাতে থাকা লাঠি দিয়া ইউনুচ এর শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়িভাবে আঘাত করিয়া গুরুত্বর নীলাফোলা জখম করে। বিবাদী শিশির, ভাদু, আরিফ, মিজানুরগণ ইউনুচকে এলোপাতাড়িভাকে কিলঘুষি মারিয়া গুরুত্বর নীলাফোলা কালশিরা জখম করে।

এলাকা বাসী সূত্রে জানা যায়, কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামী লীগ নেতা ইনতাজ আলীকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে। রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় ইনতাজ আলী রাজশাহী মেডিকেল হাসপাতালে মারা গেছে। ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইনতাজ আলী মহিষাডোরা এলাকার মৃত সুন্নত শেখের ছেলে।
ভেড়ামারা থানা ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইনতাজ আলী (৪৭) গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে মহিষাডোরাস্থ মার্কেটে বসে ছিলো। পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে ভেড়ামারার মহিডোরা এলাকার আলিমদ্দিনের ছেলে নাজিমের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সশন্ত্র দল দেশীয় অস্ত্র দিয়ে আওয়ামী লীগ নেতা ইনতাজ আলীর উপর হামলা চালায়। ইনতাজ আলী গুরুতর আহত হলে তাকে এলাকাবাসী উদ্ধার করে ভেড়ামারা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকা জনক হলে তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ইনতাজ আলী রোববার রাতে রাজশাহী মেডিকেল হাসপাতালে মারা গেছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..