উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত, আইডিই এর সহযোগিতায় দুমকিতে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ অক্টোবর সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা বেগম এর সঞ্চালনায়, স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোসাঃ নিপা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাসুদ আল মামুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুন নাহার ইয়াসমিন, উপজেলা সমবায় কর্মকর্তা মুসফিকা আক্তার তুলি,মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান শিকদার ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply