বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ফার্মেসি বিভাগের কম্পিউটার অ্যাসিসটেড ড্রাগ ডিজাইন ল্যাবরেটরি এবং অন্যরকম গ্রুপ অফ বাংলাদেশের মাঝে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের সাইনিং শ্রীমনি অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ অক্টোবর (রবিবার) সকাল ১০ঃ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় এ শ্রীমনি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. এ.কিউ.এম মাহবুব ও ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক আবুল বাশার রিপন খলিফা। অন্যরকম গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ এবং পরিচালক আবুল হাসান লিটন খলিফা।
এ বিষয়ে ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক আবুল বাশার রিপন খলিফা বলেন, “এর মাধ্যমে অন্যরকম গ্রুপের সাথে আমাদের ফার্মেসি বিভাগের ড্রাগ ডিজাইন এর কোলাবোরেশন চালু করলাম। আমাদেরকে তারা ল্যাব ডেভেলপমেন্ট এবং সফটওয়্যারের জন্য ২০ লক্ষ টাকা দিবে। আমরা ১৬ লক্ষ টাকা দিয়ে ২ টা সুপার কম্পিউটার কিনবো যার ফলে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে। আমরা ফার্মেসি বিভাগের একটা চ্যানেল খুলেছি ক্যাডলেভেলের আন্ডারে এখানে তারা আমাদেরকে প্রয়োজনীয় সকল বিষয়ে সাহায্য করবে”।
Leave a Reply