ভেড়ামারায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচির মধ্যে দিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে উদযাপন করা হয়। জাসদের (৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী) সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সোমবার সকালে ভেড়ামারা জাসদ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে জন্মদিনের কর্মসূচির শুভ সুচনা হয়। বিকাল ৩ টায় ভেড়ামারা বাসস্ট্যান্ডে বিশাল সমাবেশে হাসান বিন মাহমুদ ঝন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়য়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্ছু, পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, ময়নুল হক ডাবলু, এ্যাড এনাম, মোস্তাফিজুর রহমানসহ স্হানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান টি পরিচালনা করেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনছার আলী। ভেড়ামারার সকল ইউনিয়ন থেকে দলে দলে মিছিল নিয়ে জাসদের নেতাকর্মীরা উপস্থিত হন। হাজার হাজার নেতা কর্মীদের শ্লোগানে মুখরিত হয় জাসদের জয়গান।
Leave a Reply