কুষ্টিয়ার ভেড়ামারায় অগ্নিবীণা শিক্ষা উদ্যানের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের আজ মঙ্গলবার সকালে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে অগ্নিবীণা শিক্ষা উদ্যানের পরিচালনা পর্ষদের সদস্য তাজকিয়ারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা , ভেড়ামারা পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাহবুবুল আলম বিশ্বাস , কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, ভেড়ামারা সরকারি পাইলট গার্লস হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মতিয়ার রহমান, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা প্রমূখ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আবুল কাশেম।
দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান টি পরিচালনা করেন অগ্নিবীণা শিক্ষা উদ্যান এর পরিচালক আলমগীর হোসেন।
Leave a Reply