সততা প্রতিটি শিক্ষার্থীকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে।সময়ের মূল্য ,নিয়মানুবর্তিতা, হতাশ না হওয়া ও সৎ থাকার কথাও বলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
বুধবার (২ নভেম্বর) দুপুর ৩টায় কীর্তনখোলা হলরুমে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ এবং ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাসোশিয়েশনের আয়োজনে বিবিএ কমপ্লিশন সিরিমনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ভালো সিজিপিএ থাকলেই হবে না।পাশাপাশি ভালো মানুষ হওয়ারও দরকার।যেকোনো কর্মে গিয়ে মনুষ্যত্ব, সততা,মানবিক হওয়া প্রয়োজন।তাহলে মানুষের মূল্য থাকবে।মানুষ তাঁকে মনে রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক নুসরাত শারমিন লিপি’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাসুদ, মো. সাখাওয়াত হোসেন, মো. আবির হোসেন, ড. তাজিজুর রহমান, ড. সোহেল চৌধুরী, সহকারী অধ্যাপক সুরজিত কুমার মন্ডল, প্রভাষক সায়মা আফরিন লিজা এবং শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়।এছাড়া নবনিযুক্ত চেয়ারম্যান, বিদায়ী চেয়ারম্যানবৃন্দদের এবং পিএইচডি ডিগ্রি অর্জনকারী শিক্ষকদের ক্রেস্ট প্রদান করা হয়।
Leave a Reply