আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে খাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা ১২টার দিকে খাগড়াছড়ি শহরের খাগড়াপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম দীপেন ত্রিপুরা (১৯)। তিনি একই এলাকার সুকুমার ত্রিপুরার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফুটবল বিশ্বকাপ সামনে রেখে পতাকা কিনে আনে দীপন। দুপুরে বাঁশে আর্জেটিনার পতাকা লাগাতে গাছে উঠে। কিন্তু বাঁশটি কাঁচা হওয়ায় পাশের বৈদ্যুতিক পোল থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। এরপর উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো: আরিফুর রহমান জানান, আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।
Leave a Reply