পটুয়াখালীর দুমকিতে মুরাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের নুতন কমিটি উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার(১৮ নভেম্বর) বিকাল বিভিন্ন স্তরের ৭-৮ শতাধিক নেতাকর্মীদের অংশ গ্রহণে র্যালিটি বোর্ড অফিস বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়ে পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও মুরাদিয়া ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সিকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি ফোরকান আলী মৃধা, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী মৃধা, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, দপ্তর সম্পাদক অধ্যাপক মাইনুল প্যাদা, সহ-দফতর সম্পাদক সৈয়দ জাকির হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক মজিবুর রহমান, সদস্য মনিরুজ্জামান মনির, মুরাদিয়া ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ চাকলাদার, যুগ্ম আহবায়ক জাকির সিকদার, যুগ্ম আহবায়ক নুরুজ্জামান হাওলাদার মুরাদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি (সাবেক) মাসুম বিল্লাহ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি (সাবেক) মোঃ হাসান সিকদার প্রমূখ। এছাড়াও আ. লীগের অঙ্গ সহযোগী সংগঠনের ৭-৮ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা নুতন কমিটিকে স্বাগত জানিয়ে কমিটির সকলকে জাতির জনকের আদর্শ ও দিকনির্দেশনা বুকে লালন ও ধারন করে সামনে এগিয়ে যাওয়ার কথা বলেন।
Leave a Reply