পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) রোভার স্কাউটস পাবনা জেলার ব্যবস্থাপনায় ৫ম পাবনা জেলা রোভারমেট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ৯.৩০ মিনিটে জাতীয় পতাকা ও স্কাউটস পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু আনুষ্ঠানিকতা শুরু হয়।
পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের পর অতিথিদের ফুল দিয়ে বরণ করা, স্কাউটস স্কার্ট পরিধান ও শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।
রোভারমেট ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান,ট্রেজারার অধ্যাপক ড. কে এম সালাউদ্দিন,সরকারী এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো হুমায়ন কবির মজুমদার, জেলা রোভার স্কাউটস কোষাধ্যক্ষ আব্দুল মতিন, রোভার কমিশনার আশরাফ আলী,রোভার সম্পাদক অধ্যাপক বেলাল হোসেন সহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের স্কাউটস রোভারের সংশ্লিষ্ট শিক্ষক সদস্যরা।
প্রধান অতিথি অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন,
স্কাউটস হলো একটা আন্দোলন।এই আন্দোলনে কিছু ডিসিপ্লিন মেনে চলতে হয়। ডিসিপ্লিন এমন একটা জিনিস যা অনেক দূর এগিয়ে নিয়ে যায়। আমরা স্কাউটের আইন,প্রতিজ্ঞা মেনে নিজেকে ভালো রাখা অন্যকে ভাল রাখার চেষ্টা করতে হবে।
তিনি আরো বলেন, অন্যকে ভাল করতে গেলে আগে নিজেকে ভালভাবে গড়ে তুলতে হবে।শুধু স্কাউটের নিয়ম গুলোই না জীবনের সব গুলো সুন্দর নিয়ম মেনে চলতে হবে।আমি যদি ইউনিক হই তবেই সমাজটাকে দেশটাকে ইউনিক করতে পারবো।
এছাড়াও বক্তব্য দেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো হুমায়ন কবির মজুমদার, জেলা রোভার স্কাউটস কোষাধ্যক্ষ আব্দুল মতিন, রোভার কমিশনার আশরাফ আলী সহ আরো অনেকে।
Leave a Reply