চকরিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালের দক্ষিণ পাশে টিভিএস হোন্ডা (বিক্রয় কেন্দ্র) শোরুম উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের রিজিওনাল সেলস্ ম্যানাজার (টু-হুইলার) হুমায়ুন কবির ফিতা কেটে শোরুমটির উদ্বোধন করেন।
তিনি জানান, নতুন এ শোরুম থেকে টিভিএস বাইক কিনলেই গ্রাহকদের জন্য মাসব্যাপী ‘নিশ্চিত আকর্ষণীয় উপহারের’ ব্যবস্থা রেখেছে প্রতিষ্ঠানটি। এছাড়া কাতার বিশ্বকাপ-২০২২ উপলক্ষে নির্দিষ্ট কয়েকদিন মোটর সাইকেলে ক্রয়ে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড় রয়েছে।
টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের এর চকরিয়া শোরুমে টিভিএস ব্র্যান্ডের টু-হুইলার টিভিএস অ্যাপাচি আরটিআর ১৫০, ফিনিক্স ১২৫ সিসি, স্ট্রাইকার ১২৫ সিসি, মেট্রো প্লাস ১১০ সিসি, মেট্রো ১০০ সিসি, উইগো, স্কুটি জেস্ট ১১০ সিসি, এক্সেল ১০০ এবং থ্রি-হুইলার টিভিএস কিং সহ সব পণ্যের যন্ত্রাংশ পাওয়া যাবে। পাশাপাশি সেখানে টিভিএস মোটরসাইকেল সার্ভিসের বিভিন্ন সুবিধা পাওয়া যাবে বলে জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সিঃ এক্সিকিউটিভ (সেলস্) রাকিবুল হাসান, মাসুদ রানা, সিঃ ইঞ্জিনিয়ার (সার্ভিস) কামরুল ইসলাম, সিঃ এক্সিকিউটিভ (পার্টস) নাজমুল হাসান, এক্সিকিউটিভ (সেলস্) মোঃ কাইয়ুম, এক্সিকিউটিভ (পার্টস) ইমন বড়ুয়া সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া ডিলার সাহাদাত হোসেন, ডিলার পার্টনার আমিনুল ইসলাম ও ম্যানাজার ওসমান গনি সহ চকরিয়া, লোহাগাড়া ও লামার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply