সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে শাখার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কৃতি সন্তান ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ছাত্রলীগের মেধাবী ছাত্রনেতা রবি আলম। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। তাঁকে সহ-সভাপতি ঘোষণা করার পর দুর্গাপুর ইউনিয়ন, দুর্গাপুর গ্রামে তার পরিবার, এলাকাবাসী ও নিজ প্রতিষ্ঠানে শুভাকাঙ্খীদের মাঝে বইছে আনন্দ ও উচ্ছ্বাসের হাওয়া। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও ২৬ জন সহ-সভাপতি ও ৪ যুগ্ম-সম্পাদক এবং ৪ সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার ০৮ নভেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নতুন কমিটি ঘোষণার তথ্য জানানো হয়। এক বছরের জন্য অনুমোদন দেয়া সোহরাওয়ার্দী কলেজ শাখার ছাত্রলীগের এ কমিটিতে শাহরিয়ার রাহাত মোড়লকে সভাপতি এবং আশিকুল ইসলাম আশিককে সাধারণ সম্পাদক করা হয়েছে।
নব-নির্বাচিত সহ-সভাপতি রবি আলম বলেন, বঙ্গবন্ধুর আর্দশ ও মুক্তিযুদ্ধের চেতনায় জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে সর্বদা মানুষের পাশে থাকার চেষ্টা করব। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন ছাত্রলীগের কর্মী এটা আমার বড় পরিচয়৷ তিনি পরিশ্রমের যথার্থতার মুল্যায়নের জন্য বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্যের প্রতি কতৃজ্ঞা জানিয়েছেন।
Leave a Reply