পৌরসভা কতৃপক্ষের আয়োজনে আজ ৮ ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় ভেড়ামারা পৌর কার্যালয় চত্বরে ব্যবসায়ী ও সুধী সমাজের সাথে শহরের প্রধান সড়কে যানজট ও সড়ক প্রশস্তকরণের বিষয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত নাগরিকগণ যানজট রোধ ও সড়ক প্রশস্তকরনের জোর দাবি জানান এবং এ বিষয়ে সরকারি ও পৌরসভা কর্তৃপক্ষের সকল ইতিবাচক পদক্ষেপকে সমর্থন জানান। উল্লেখ্য পিএনপি প্রকল্পের আওতায় ভেড়ামার পৌরসভার জিকে ৩ নং ব্রিজ থেকে হিসনা ব্রিজ পর্যন্ত সড়ক প্রশস্তকরণের প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ভেড়ামারা পৌরসভা উক্ত প্রকল্প বাস্তবায়নে সহায়ক ভুমিকা পালন করছে।
ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মত বিনিময় সভায় এই মর্মে সবাই মতৈক্যে পৌছান যে, ভেড়ামারা শহরে যানজট রোধ ও সড়কের প্রশস্ততকরণের লক্ষ্যে ইমারত রেখা লঙ্ঘণকারীদের বিরুদ্ধে নোটিশ দেবে পৌরসভা। জনস্বার্থে আইনানুয়ায়ী পদক্ষেপ গ্রহন করা হবে। ভেড়ামারা পৌরসভার শতাধিক দোকান মালিক এই নোটিশ পাবেন।
এছাড়াও মতবিনিময় সভায় ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারন সম্পাদক আনসার আলী, বিশিষ্ট নাগরিক এডভোকেট আশরাফ হোসেন, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাহাবুব আলম বিশ্বাস, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর সোলায়মান মাষ্টার, জেলা জাসদের কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরুল হাসান শিশির, যুবলীগ নেতা আসলাম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় উপস্থিত নাগরিকগণ যানজট রোধ ও সড়ক প্রশস্তকরনের জোর দাবি জানান এবং এবিষয়ে সরকারি ও পৌরসভা কর্তৃপক্ষের সকল ইতিবাচক পদক্ষেপকে সমর্থন জানান।
Leave a Reply