দীর্ঘ দিন ধরে ভেড়ামারা পৌরসভার ৯ নং ওয়ার্ডের জিল্লু কমিশনার (সাবেক) বাড়ির পাশের রাস্তা খুঁড়া খুঁড়ি করে রেখেছে একটি ঠিকাদার প্রতিষ্ঠান। কাজের কোন অগ্রগতি নেই বলে জানিয়েছেন এলাকাবাসী। কাজের সাইডে ঠিকাদার বা তাদের প্রতিনিধি কাউকে পাওয়া যায় নি। ফলে উক্ত ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মেহেদী হাসান সবুজের এর কাছে বিষয় টি জানতে চাইলে তিনি বলেন এই রাস্তার কাজ তো এতদিন লাগার কথা না। বিষয় টি আমি মেয়র মহোদয় এর সাথে আলোচনা করবো।
এলাকাবাসীর ক্ষোভ এতো দিন ধরে রাস্তা খুঁড়া খুঁড়ি
করে ফেলে রেখেছে ঠিকাদার। রাস্তা দিয়ে হেঁটে চলাচল করতে গিয়ে অনেকে দূর্ঘটনার শিকার হচ্ছে।
এলাকাবাসীর মধ্যে তামিম নামে একজন জানায় দিনে এক দুইজন লেবার এসে কাজ করে। এভাবে কাজ চললে কয়েক মাস লেগে যাবে। সাজেদা নামে একজন বৃদ্ধা বলেন পৌর মেয়র মহোদয় এর কাছে জানতে চাই আমরা কি পৌরসভার নাগরিক নয়? কেন আমাদের কষ্ট মেয়র মহোদয় এর চোখে পড়ে না? আপনাদের মাধ্যমে মেয়র কে জানাতে চাই যেন আমাদের কষ্টের কথা চিন্তা করে দ্রুত রাস্তার কাজ টা হয় সে দিকে নজর দেওয়ার।এলাকাবাসী পৌর মেয়র মহোদয় এর দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে করে ভোগান্তি রোধে দ্রুত রাস্তার কাজটা সম্পন্ন হয়।
Leave a Reply