বিতর্ক সংগঠন পাবনা ডিবেট সোসাইটি (পিডিএস)’র অষ্টম কার্যনির্বাহী পরিষদ-২০২৩ ঘোষণা করা হয়েছে। ৬৫ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
মোঃ ফারহান আনজুম করিম এবং পৃথক পৃথক দুইটি শাখায়
সাধারণ সম্পাদক (এডমিন) হয়েছেন সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী সঞ্জয় কুমার দাস এবং সাধারণ সম্পাদক(বিতর্ক) হয়েছেন শহীদ বুলবুল সরকারি কলেজের শিক্ষার্থী শুভাশীষ রায় প্রান্ত।
কমিটির সহ-সভাপতি (সার্বিক) রাশেদ হোসেন, সহ-সভাপতি (প্রশাসন) আলী ইমাম, সহ-সভাপতি (ইংরেজি বিতর্ক) জাফর ইমাম, (সহ-সভাপতি) (বাংলা বিতর্ক) মোঃ খসরু, সহ-সভাপতি (অফিস আইটি গ্রাফিক্স)জামিউল হাসান সোহান, সহ-সভাপতি (মিডিয়াও ডিজাইন) জীবন কুমার সরকার, সহসভাপতি (নিরাপত্তা) মমিনুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক ঐশী আফরিন আঁচল, মিঠুন শেখ,সাফফাত বোস্তামি ও অন্তর রায়,সাংগঠনিক সম্পাদক এস এ বর্ষা,রাসেল রায়হান ও রেদোয়ানুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক আফিয়া তাসফিয়া ও ফাহিম সাদমান, নারী ও সমতা সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য ও নুরুন্নাহার ইয়াসমিন নূপুর,সহকারী নারী ও সমতা সম্পাদক জয়িতা জুই ও আনিকা সর্দার,কোষাধ্যক্ষ ফারিহা ইসলাম, সহ কোষাধ্যক্ষ হাসানুল রিমন,দপ্তর সম্পাদক শাহরিয়ার আহমেদ অনিক,উপ দপ্তর সম্পাদক ফয়সাল আরেফিন সেজান, বিতর্ক সমন্বয়ক আব-ই-জান্নাত, সুরাইয়া আহমেদ শাদিকা,ফাইজা ফারজানা অবন্তী ও সারা ফাতিমা, প্রশিক্ষণ সমন্বয়ক (অফলাইন)সালমান রশিদ ও কাওসার হোসেন কিয়াম, প্রশিক্ষণ সমন্বয়ক (অনলাইন)ফাতেমার নূর রিতু,মাহমুদজাম জান্নাত ও তাসনিয়া রহমান মাহি, অনুষ্ঠান সম্পাদক (সাধারণ) আহাম্মেদ নাহিয়ান জিয়াম ও অন্তর রায় (অতিরিক্ত দায়িত্ব),অনুষ্ঠান সম্পাদক (অফলাইন)রিয়াজুল হক রাতুল ও জান্নাতুল রাইয়ান হাফসা,অনুষ্ঠান সম্পাদক (অনলাইন) রুবায়েত হক রুদ্র, মিডিয়া ও প্রকাশনা সম্পর্ক নির্বাহী আবরার রাইম রোহান,মৃত্তিকা জামান ও ওমর ফারুক,যোগাযোগ সম্পাদক জারিন তাসনিম নকশী ও তানজিম হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক রাফিয়া বিনতে রাহাত ও ইফাতারা রায়হানা রুহু,পাঠাগার বিষয়ক সম্পাদক আল ইমরা, তথ্যপ্রযুক্তি সম্পাদক মোহাম্মদ ফাহমিদ জামান,ডিজাইন নির্বাহী এস. এম মাজহারুল ইসলাম মুন,জুনিয়র ডিজাইন নির্বাহী সাব্বির রহমান, সংস্কৃতিক সম্পাদক জান্নাত তিতলি, অন্বেষা সরকার, ক্রীড়া সম্পাদক ফারহান আহমেদ বিজয় ও ইমতিয়াজ আহমেদ, সমাজসেবা সম্পাদক শরীফুল ইসলাম স্বাধীন ও হামীম মাসুদ, কার্যকরী সদস্য ইফতেখার মামুন সায়েম,তাসনিম ইসলাম জিনিয়া,সারাজাবি আদর, নাজমুল হক জিসান, নাফিসা নওয়াল,তাওসিফ রহমান, ইকবাল সিদ্দিকী ও রাওজাতুল কারিম রিফা।এছাড়াও বিশিষ্টজনদের নিয়ে গঠন করা হয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, মডারেটর মমিনুলল ইসলাম মুক্তার, প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোশারফ হোসেন, উপদেষ্টা শরীফ উদ্দীন প্রধান, এ বি এম ফজলুর রহমান,ওমায়েত সাদাত ও ছিফাত রহমান সনম।উপদেষ্টা (প্রশাসন)মঈন আলী কাদেরি, স্বাধীন মজুমদার, এস মুস্তাকিম সবুজ,আলহাজ্ব ফারুক হোসেন, মহসিন রেজা খান মামুন, আব্দুল্লাহ আল সাখাওয়াত,বদরুল হাসান জুলফিকার ও মিজানুর রহমান সবুজ,উপদেষ্টা (বিতর্ক) মোনসিব ফয়সাল তন্ময়,হাসান আাল হোসেন শুভ্র, তরিকুল ইসলাম, এম,পি শুভ্র, জাহিদ হাসান ইমন,সওদা জামান রিশা, গোলাম কিবরিয়া, সৈয়দ ইয়ানুর শাহ ও শামসুর আলম বিপ্লব, শিক্ষার্থী উপদেষ্টা তৌসিকুর রহমান তুরাগ,আশিক মাহমুদ সোহান,নাঈম আহমেদ খান,অভিজিৎ ভট্টাচার্য,ওয়াহিদুল হাসান,সৈয়দ হাসনাত প্রান্ত,ফারদিন হাসান,শাতু আরমান, মিজানুর রহমান শাকিল,আমানুল্লাহ ইসলাম শায়লা, সিরাজুল মুনির মিথিলা, সানজানা আফরিন,সাকিবুর রহমান রোহান, উম্মে সুরাইয়া পরী, মামুনুল রহমান,কাইমুজ্জামান সোহেল,স্বাধীন দেওয়ান ও আর কে রিয়াদ খান। এছাড়াও পিডিএস’র আজীবন সদস্য মমিনুল ইসলাম মুক্তার,স্বাধীন মজুমদার ও জাহিদ হাসান ইমন।
পাবনার বিতর্কের এই অভিভাবক সংগঠনের দ্বায়িত্ব পেয়ে সংগঠকরা তাদের নিজ নিজ প্রত্যাশা ও অঙ্গীকার ব্যক্ত করেন।
পাবনা ডিবেট সোসাইটি (পিডিএস) এর মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনের গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব গ্রহণ করে তারা আনন্দিত, আপ্লুত।
পাবনার বিতর্কের কিংবদন্তিদের হাত ধরে যে সংগঠনের যাত্রা শুরু এবং বহুগুণীজনের নেতৃত্বে বিকশিত যে সংগঠন, তাকে তারা যথাযথভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন বলেই বিশ্বাস করেন। পূর্বের সকল সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেএবং অসমাপ্ত উদ্দ্যোগগুলোকে আরো কিছুদূর এগিয়ে নিয়ে যেতে সর্বোচ্চ প্রচেষ্টা তারা করবেন। তবে এর জন্য তারা সকলের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেন। তাদের প্রতি এই আস্হা রাখার জন্য তারা সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা জানান।
“যুক্তির আলোয় মুক্তি” এই স্লোগানকে সামনে রেখে পাবনার বিতর্কের ভীতকে আরো মজবুত করতে তাদের এই অঙ্গীকার ফলপ্রসূ হোক, সেই সকলের প্রার্থনা।
Leave a Reply