ফরিদপুর শহরে অসহায় ও ছিন্নমূল বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ফরিদপুর জেলা সংসদ। রাতের আঁধারে দুই দিন ধরে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় রাস্তায় ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তারা।
এবিষয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ফরিদপুর জেলা সংসদের শিক্ষা ও গবেষণা সম্পাদক নিশা পোদ্দার বলেন, এই শীতে অসহায়দের মাঝে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে আমাদের । আমরা আশা করি আমাদের এই ধরণের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।’
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ফরিদপুর জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক প্রত্যাশা মজুমদার বলেন, ‘এ অঞ্চলে প্রচণ্ড শীত। রাস্তায় যারা শীতে কষ্ট করছে, তাদের পাশে দাঁড়াতে হবে। আমরা গত ২১ জানুয়ারী হতে কম্ববল বিতরণ শুরু করি। সামনের দিনগুলোতে শীতার্তদের মাঝে উষ্ণতা বিলিয়ে দিতে আমরা আরও কাজ করব।’
এই ধরণের কর্মকান্ডে খুশি ফরিদপুরবাসীও বলে জানান ফরিদপুর শহরের বাসীন্দা শিক্ষক এমদাদ মিয়া। তিনি আরো বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ফরিদপুরের মানুষ ও শিক্ষার্থীদের নানা দাবি আদায়ের জন্য বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করে।
Leave a Reply